ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৮ বাংলাদেশী রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:১৩, ১৯ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঝিরি খালে মাছ শিকার করতে গিয়ে স্থানীয় ৮ গ্রামবাসীকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে। 

ভুক্তভোগী পরিবারের উদ্ধৃতি দিয়ে টেকনাফ থানার পুলিশ জানিয়েছে, রোববার (১৮ ডিসেম্বর) বিকালে টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা গ্রামের ৮-৯ জন বাসিন্দা পাশ্ববর্তী পাহাড়ি এলাকায় ঝিরি খালে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় তারা ফিরে আসার সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের গভীরে নিয়ে যায়। রাতেই সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 

স্হানীয়রা জানিয়েছে, পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসীরা এই অপহরণ করেছে। 

অপহৃতদের মধ্যে রয়েছে স্থানীয় জাহাজপুরা গ্রামের রশিদ আহমেদের পুত্র কক্সবাজার সরকারি কলেজ ছাত্র আবছার উদ্দিন (২৪) ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, নুরুল হল, করিম উল্লাহসহ ৮ জন। 

গ্রামবাসীদের অভিযোগ, বাহারছড়াসহ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি হয়ে লাখ লাখ মুক্তিপণ দিয়ে প্রাণে ফিরেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল হালিম জানান,  অপহরণের খবর পাওয়ার পর থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি