ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে করোনাভাইরাসের চতুর্থ ডোজ প্রদান

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২০, ২০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:২১, ২০ ডিসেম্বর ২০২২

গাজীপুরের করোনা ভাইরাসের চতুর্থ ডোজ টিকাদান কর্মসূচি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। 

জেলার চারটি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে সকাল থেকে  ৬০ বছর ঊর্ধ্ব ব্যক্তি ও প্রশাসন ও হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা এই টিকা নিচ্ছেন। 

প্রতিদিন জেলার চারটি কেন্দ্রে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা চলমান থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি