ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

সিভিটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক পলাতক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২০ ডিসেম্বর ২০২২

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সিভিট ট্যাবলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাজু (২৩) পলাতক রয়েছেন। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম। 

নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজু ওই গ্রামের বাশার আমিনের ছেলে, সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী।

ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার দুপুরে তার শিশু কন্যা সাজুদের ঘরের সামনে খেলাধূলা করছিল। এসময় তাকে ২টি সিভিট দিয়ে ঘরের ভেতরে নিয়ে যায় সাজু। সেখানে তার পরনের কাপড় খুলপ ধর্ষণে চেষ্টা করে সাজু। 

তার হাত থেকে ফসকে শিশুটি দৌড়ে ঘরে গিয়ে মাকে ঘটনাটি বলে। পরে তিনি বিষয়টি বাড়ির অন্যদের জানালে সাজু পালিয়ে যায়। 

শিশুটিকে বাড়ির  লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন,  ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও ভুক্তভোগী পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রেখেছে।  তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি