ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় করোনা টিকার ৪র্থ ডোজের কার্যক্রম শুরু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ২০ ডিসেম্বর ২০২২

নেত্রকোনায় করোনা টিকা কার্যক্রমের চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে করোনার প্রকোপ কম থাকায় টিকা গ্রহীতা মানুষের সংখ্যা ছিল খুবই কম।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা সদর হাসপাতালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের উপস্থিতিতে দ্বিতীয় বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়। 

জেলায় ১০টি কেন্দ্রে চতুর্থ ডোজের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে।

এ সময় প্রথমে নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল ও জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা দ্বিতীয় বুস্টার ডোজ নেন। পরে সরকারি কর্মকর্তা, সাংবাদিকরা টিকা নেন। 

নেত্রকোনা সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলায়  প্রথম ডোজ ২১ লাখ ৭১ হাজার, দ্বিতীয় ডোজ ১৭ লাখ ৫৮ হাজার ও তৃতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ  ৮৩ হাজার মানুষ। 

যারা কমপক্ষে চার মাস আগে টিকার প্রথম ডোজ পেয়েছেন, ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ফ্রন্টলাইনার, গর্ভবতী নারী, যাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, যাদের বয়স ১৮ বা তারচেয়ে বেশি, এমন ব্যক্তিদেরকে চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি