ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এদেশে স্বাধীনতা বিরোধী কোন দল থাকবে না: শিক্ষামন্ত্রী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, দেশে সরকার থাকবে বিরোধী দল থাকবে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরোধী, স্বাধীনতা বিরোধী কোন দল থাকবে না। 

আজ মঙ্গলবার দুপুরে নাটোরে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, জনসম্পৃক্ততা যাদের নেই, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের দোসর, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিচারের দিন হরতাল পালন ডেকেছে, যারা পার্বত্য শান্তি চুক্তির দিনেও হরতাল ডেকেছে, শান্তি চুক্তি ভুণ্ডুল করতে চেয়েছে। সেই খুনি অপশক্তিকে আর কোনভাবেই কোন জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। 

এদেশে আর যাই হোক কোন স্বাধীনতা বিরোধী থাকবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থপতি ও প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদসহ কর্মকর্তাবৃন্দ। 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি