ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২০ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলার নয়দোয়ার এলাকার ১০ জন প্রতিবন্ধীকে এই চেয়ার বিতরণ করেন আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার চট্টগ্রাম।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার বাংলাদেশের দুইবারের নির্বাচিত প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ, ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আছিফ রহমান শাহীন, জুনিয়র চেম্বার চট্টগ্রামের সেক্রেটারি ইসমাঈল মুন্না, জি এল সি রাজু আহমেদ, ট্রেজারার জুনাইদ আহমেদ রাহাত, ডিরেক্টর নাহিদ মঈন, শাহাবুদ্দিন পারভেজ, সাইহান হাসনাত, সদস্য আলামিন মেহরাজ ও ফারুক ইসলাম, মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি মো. আকবর হোসেন প্রমুখ।

চেয়ার বিতরণ অনুষ্ঠানে জুনিয়র চেম্বার চট্টগ্রাম এর আর্থিক সহায়তায় ও স্থানীয় প্রতিবন্ধীদের সংগঠন মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠন এবং ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ প্রতিবন্ধী বাঁচাই এবং সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি