ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবলীগ নেতা মো. আরিফুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২০:৪০, ২০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হালিশহরে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. আরিফুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল আমীন। বিশেষ অতিথি ছিলেন শেখ মো. আবদুল মান্নান, শ্রম বিষয়ক সম্পাদক পাহাড়তলী থানা আওয়ামী লীগ।

এসময় সভাপতিত্ব করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন হানিফুল ইসলাম, এমদাদুল হক ভূইয়া, যুবলীগ নেতা দিদার, কাজি আকরাম, জালাল, হাছান, ইমতিয়াজ আহমেদ ইমু, তানভীর ইসলাম, আতিকুর রহমান আসিফ প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি