ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, “রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। তবে ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে করে শরীয়তপুর- চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

তিনি জানান, মাঝ নদীর লক্ষ্মীর চর চ্যানেলে মাঝারি আকারের ফেরি কাকলী নোঙর করে রাখা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি