ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদী চেম্বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ২১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২ বছর মেয়াদে পরিচালক পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারটা বেশ উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিচ্ছেন।

বুধবার সকাল ০৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। 

নির্বাচন পরিচালনা বোর্ড জানায়, নরসিংদী চেম্বারে সাধারণ ভোটার এবং এসোসিয়েট ভোটার দুটি মিলিয়ে মোট ভোটার ২৫৫৩ জন। দুই ক্যাটাগরিতে নির্বাচিত হবেন মোট ১৮ জন। 

এর মধ্যে ১২টি জেনারেল সদস্য পদের বিপরীতে নির্বাচনে লড়ছেন ২৪ জন এবং এসোসিয়েট সদস্য ৬টির বিপরীতে লড়ছেন ১৪ প্রার্থী।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জেলা স্কুলের ১০টি কক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাখন দাস। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি