মির্জাগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত : ১৫:০৪, ২১ ডিসেম্বর ২০২২
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিক।
এসময় নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন