ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রবাসীর বাড়ি রঙ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৫২, ২১ ডিসেম্বর ২০২২

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার আশেদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিস্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো সানি (৩২)। এরা দুজনই রংয়ের কাজ করতেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, দুইতলা বিশিষ্ট ওই বাড়ির সীমানা ঘেঁষে রয়েছে ৩৩ হাজার ভোল্টের পল্লী বিদ্যুৎতে খুঁটি। সকালে বাড়ি রং করার সময় ওই দুই শ্রমিক সেই তারে আকর্ষিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুল হাদী জানান, ওই বাড়িটির সীমানা ঘেঁষে যেহেতু বিদ্যুতের খুঁটি ও ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের তার গিয়েছে এক্ষেত্রে বাড়ির মালিক ও শ্রমিকদের এ বিষয়ে অনেক বেশি সর্তক হওয়া উচিত ছিল। 

ওসি (তদন্ত) আজহারুল জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি