ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে কাভার্ডভ্যানের চাকার নীচে পিষ্ট হয়ে তাকবির হোসেন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের উপজেলার নিশিকান্দা ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাকবির হোসেন উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে রাজধানীর তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম অনার্স বর্ষের ছাত্র এবং মোবাইল অপারেটর কোম্পানী বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চাকরির দায়িত্ব পালনের জন্য সকালে তাকবীর মোটরসাইকেল চালিয়ে ওই এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাকবীরের মৃত্যু হয়। 

এসময়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যান। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার সিরাজুল ইসলাম শেখ জানান, অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত কাভার্ডভ্যান থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি