ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চলন্ত বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফরিদপুরে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ধূলদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদ গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. শাহীনুর রহমান (৩৮) ও ঝিনাইদহ সদরের কালা গ্রামের মো. রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৮)।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি ধূলদী রেলগেট অতিক্রম করার সময় বাসটির সামনের বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়। আহত পাঁচজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি