ঝালকাঠিতে ইউপি সদস্যের বসত ঘরে ডাকাতি
প্রকাশিত : ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২২
ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউপি সদস্যের পুরো পরিবারকে বেঁধে রেখে বসত ঘরে ডাকাতি করা হয়েছে বলে ভূক্তভুগীরা অভিযোগ করেছে।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিনয়কাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য আহসান হাবীব সম্রাট জানান, গভীর রাতে ঘরের সবাই ঘুমিয়ে পরলে ৭/৮ জনের অজ্ঞাত ডাকাত দল সিঁদ কেটে বসত ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে চড়থাপ্পড় মারতে মারতে দড়ি দিয়ে হাত-পা বেধে জিম্মি করে।
মারধরের এক পর্যায়ে প্রাণ বাঁচাতে সবাই চুপ করে থাকলে ডাকাতদল ঘর নির্মাণ কাজের জন্য থাকা নগদ দেড় লাখ টাকা, তিন ভরি স্বর্ণ ও দুইটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝালকাঠি গগন পুশিল ক্যাম্পের এএসআই সাইদুল হোসেন বলেন, ‘ইউপি সদস্যের বসত ঘরের আশেপাশে জনবসতি কম অনেকটা নির্জন স্থানে। ঘটনা জানতে পেরে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসি
আরও পড়ুন