ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বৃদ্ধা মা’কে বের করে দেয়ায় ছেলে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ২২ ডিসেম্বর ২০২২

সম্পত্তি লিখে না দেয়ার অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধা মা’কে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে তার ছেলে শাহাদ শাহ (৩০) এর বিরুদ্ধে।

ঘটনাটি নওগাঁর রাণীনগর উপজেলার সদর খট্টেস্বর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামে ঘটেছে। এই ঘটনায় বৃদ্ধা জাহেদা বিবি ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। একই সাথে অন্যের বাড়িতে আশ্রয় নেয়া ওই বৃদ্ধা জাহেদা বিবিকে বুধবার রাতেই নিজ বাড়িতে তুলে দিয়েছেন পুলিশ। 

গ্রেপ্তার শাহাদ পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার ছেলে।

বৃদ্ধা জাহেদা বিবি জানান স্বামী মারা যাওয়ার পর ৪ ছেলে ও ৪ মেয়েকে নিয়ে নিজ বাড়িতেই বসবাস করে আসছে। বেশ কিছুদিন ধরে ছেলে শাহাদ শাহ মায়ের অংশের সম্পত্তি লিখে নিতে নানা ভাবে আমাকে চাপ প্রয়োগ করে আসছিল।

সম্পত্তি লিখে দিতে অস্বীকার করলে শাহাদ আমাকে নানা ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করতে শুরু করে। এর জের ধরে গত মঙ্গলবার দুপুরে শাহাদ আমাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে নিরুপায় হয়ে প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়ে হাসপাতালে চিকিৎসা নেই। এরপরেও সে আমাকে হুমকি দিতে শুরু করলে আমি বুধবার সন্ধায় সাহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি।

মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে শাহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃদ্ধার প্রতিবেশি মোঃ পান্না জানান বেশ কিছুদিন ধরেই শাহাদ তার মাকে সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এর জের ধরে শাহাদ ওই দিন দুপুরে বৃদ্ধার ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে বৃদ্ধা জাহেদা বিবিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। চিকিৎসা শেষে তাকে অপর এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় দেয়া হয়।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ বাবুল হোসেন বলেন, এটা গরহিত অপরাধ। শাহাদ যা করেছে,তা খুবই জঘন্য কাজ করছে। আমরা তাঁকে আইনের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ অভিযোগে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রাতেই অভিযান চালিয়ে ছেলে শাহাদকে বসত বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই রাতেই বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেয়া হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি