ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রাক চাপায় মামা-ভাগ্নে নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫, ২৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:২১, ২৩ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মামা মাসুদ রানা (২৮) এবং ভাগ্নে শাকিল আহমেদ  (১৭)র মর্মান্তিক মত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।  

নিহত মাসুদ রানা বাটাজোড় বাজারে মেশিনারি পার্টসের ব্যবসায়ী। সখীপুর উপজেলার বাগবেড়  গ্রামের ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে জনতা।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মামা-ভাগ্নে মোটরসাইকেলযোগে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি