ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঠে মিললো স্কুলছাত্রের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় ফসলের মাঠ থেকে রাব্বি মণ্ডল নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের এক ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

রাব্বি একই এলাকার আক্তার মণ্ডলের ছেলে ও আখরজানি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে রাব্বি বাড়ি থেকে বেড় হয়ে মহিষডাঙ্গা বাজারে আসে। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে একটি ফসলের মাঠে মরদেহ পরে থাকতে দেখতে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অপরদিকে, শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১ টা রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালি ভর্তি ট্রাল উল্টে মোটরসাইকেল আরোহী সাঈদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক শালকী গ্রামের সাদেক আলীর ছেলে ইমরান (২০) আহত হয়েছেন। 

এএইচ

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি