ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৪ ডিসেম্বর ২০২২

সাভারে মিনিবাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০জন।

শুক্রবার রাতে সাভারের সিএনবি আশুলিয়া সড়কের কলমার ঢাল এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আটটার দিকে সাভার থেকে একটি যাত্রীবাহী লেগুনা আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। অপর একটি যাত্রীবাহী মিনিবাস আশুলিয়া থেকে সাভার আসছিলেন। এসময় লেগুনাটি কলমার ঢাল এলাকায় পৌছলে ও আশুলিয়া থেকে ছেড়ে আসা মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই লেগুনার যাত্রী ফাহিম,নাছির ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এতে আহত হয় আরও অন্তত ১০ জন। 

পরে স্থানীয়রা নিহত ও আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ ও সড়ক দুর্ঘটনা কবলিত লেগুনা ও মিনিবাস উদ্ধার করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

অপরদিকে ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার পরে আজ রাতে বাসের ভিতর থেকে আব্দুল বাতেন ও মুক্তা আক্তার নামের দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাসটি বালিথা এলাকায় খাদে পড়েছিল। এসময় বাসে থাকা অন্তত ১০ জন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি