ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ২৪ ডিসেম্বর ২০২২

মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালটিতে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী লাকী আক্তার (৩০)কে শুক্রবার সকালে টনসেলের অপারেশন করানোর জন্য কেআই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাাতলের চিকিৎসক মিজানুর রহমান বিকাল ৩টার দিকে অপারেশন করেন। 

পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগী লাকী আক্তারকে স্বজনদের কাছে না দিলে স্বজনদের সন্দেহ হয়। স্বজনরা অপারেশন থিয়েটারে প্রবেশ করে লাকী আক্তারকে মৃত অবস্থায় দেখতে পান। 

পরে স্থানীয় বিক্ষুব্ধরা হাসপাতালে ভাংচুর চালায়।

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহত স্বজনরা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি