ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৫, ২৪ ডিসেম্বর ২০২২

জয়পুরহাটে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টায় জয়পুরহাট শহরের প্রস্তাবিত সিমেন্ট কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সানজিদ হোসেন ওরফে আলিফ (২০)। তিনি জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার আলামিনের ছেলে। সানজিদ হোসেন মঙ্গলবাড়ি এম.এম  ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের নতুনহাটে গরু নামিয়ে দিয়ে একটি ভুটভুটি গুলশান মোড়ে আসছিল। দুপুর দেড়টায় ভটভটির প্রস্তাবিত সিমেন্ট কারখানার এক নম্বর গেটে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সানজিদ হোসেন মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভটভটির চালক পলাতক রয়েছে। পুলিশ ভুটভুটিটি জব্দ করেছে।

জয়পুরহাট সদর থানার পরির্দশক (তদন্ত) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কলেজ ছাত্র সানজিদ হোসেন মারা গেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি