ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নড়াইলে গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৫, ২৬ ডিসেম্বর ২০২২

নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ওইগ্রামের সরিষা ক্ষেত থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নড়াইল সদর হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদের কাছে থাকা এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ। পরিচয় পাওয়া আসাদুল শেখ (৩৫) বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত রোববার রাত আড়াইটার দিকে নড়াইলের কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের রেমন্ত বিশ্বাস রেবোর দু’টি গরু চোরেরা গোয়ালঘর থেকে খুলে নিয়ে যায়। গৃহকর্তা বিষয়টি বুঝতে পেরে পাড়া-প্রতিবেশিকে জানান। একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পাশের মুশুড়ি, বিজয়পুর ও উজিরপুর এলাকার মানুষকেও জানানো হয়। শতাধিক মানুষ একত্রিত হয়ে দু’জনকে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, সম্প্রতি নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীকে পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছিল। রোববার রাতে গরু চুরি করতে আসা দু’জনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেন এলাকাবাসী। চোরেরা ফেরিওয়ালা সেজে গরু চুরি করছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি