ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাবনায় শুটার গানসহ অস্ত্র তৈরির সরমঞ্জামাদি উদ্ধার,আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ২৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৮:৪১, ২৭ ডিসেম্বর ২০২২

পাবনার পৈলানপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযানে অস্ত্র তৈরির সরমঞ্জামাদি ও ৭টি দেশিয় ওয়ান শুটার গান-সহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটক কিরন হোসেন (৩৩) পাবনা সদর থানার চক পৈলানপুর গ্রামের একরামুল হক সিদ্দীকীর ছেলে।  

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর নেতৃত্বে পাবনার চক পৈলানপুর গ্রামে উল্লেখিত অস্ত্র ব্যবসায়ী কিরণ হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়। তখন সাতটি দেশিয় ওয়ান শুটার গান-সহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার ও আটক করা হয় তাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ জানায়, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি এদিকে মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল সহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি