বরিশালে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা
প্রকাশিত : ১৬:৪২, ২৯ ডিসেম্বর ২০২২
বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই স্লোগানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে ৫ জন শ্রেষ্ঠ নারী জয়িতাকে ৫টি ক্যাটাগরীতে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নগরীর শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন নারী ও শিশু সংগঠন নিয়ে কাজ করা সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে অর্থনীতি, শিক্ষা, চাকুরী, নির্যাতনের বিভিষিকা মুছে আবার ঘুরে দাড়ানো ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে সদর ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ ৫জন মহিয়সি নারী কে নগদ ২৫ হাজার টাকা ও ক্রেস সম্মাননা প্রদান করা হয়েছে।
এসি
আরও পড়ুন