ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাংনীতে সড়কে ঝরলো শিশুর প্রাণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৫, ৩০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মারিয়া খাতুন বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার কৃষক ইকবাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, মারিয়া খাতুন পাড়ায় খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ দিকে মারিয়ার স্বজনরা জানান,মারিয়া খাতুনের বাবা ইকবাল হোসেন অন্যত্র বিয়ে করার কারনে মারিয়া খাতুনকে নিয়ে তার মা কাজলি খাতুন আমঝুপিতে বাবার বাড়িতে বসবাস করে। গত ১০/১২ দিন পূর্বে বাবার বাড়ি বাঁশবাড়িয়াতে বেড়াতে এসেছিল মারিয়া খাতুন। একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় তার মা কাজলি খাতুন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই তাকে আটক করা যায়নি। অভিযান চলছে শীঘ্রই আটক করা সম্ভব হবে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। 

কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি