ড্রাগন চাষের উপযোগী নরসিংদীর লাল মাটি (ভিডিও)
প্রকাশিত : ১১:০৩, ৩১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:০৪, ৩১ ডিসেম্বর ২০২২
গেল কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিদেশি ফল ড্রাগন। রাজধানী ছাড়িয়ে এখন জেলা পর্যায়ের ফলের বাজারেও হরহামেশায় মিলছে ফলটি। এর একমাত্র কারণ, দেশের মাটিতে চাষ বেড়েছে ড্রাগনের।
বিভিন্ন জেলার মত নরসিংদীতেও চলছে বাণিজ্যিক চাষ। শিবপুর উপজেলায় সম্প্রতি ছয় বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন এলাকার উপজেলার খৈনকুট এলাকার রাশেদ আহমেদ এবং তার চার বন্ধু।
রাশেদ আহমেদ জানান ২০১৮ সালে মাত্র তিন বিঘা জমিতে চাষ শুরু করেন তারা। পরবর্তী দুই বছরে লাভ্যাংশ দিয়েই জমির পরিমান বাড়িয়ে করেছেন ৬ বিঘা।
প্রতিবার দেড় থেকে ২ টন করে মাসে দুইবার করে ড্রাগন ফল তোলা হয় বাগান থেকে। এভাবে চলে ছয়মাস। এতে ৬ বিঘা জমি থেকে অন্তত ৩৫ লক্ষ টাকা আয় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
বাগানের জন্য নরসিংদীর শিবপুরের জমি নির্বাচন করেছেন তারা। কারণ পাহাড়ি লাল মাটিতে উৎপাদন বেশি হয় আর উৎপাদিত ফলের স্বাদও ভালো হয়।
চার বন্ধুর এই যৌথ খামারে এখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, শিখে যাচ্ছেন ড্রাগন চাষের পদ্ধতি। অনেকে আবার শুধু ফল কিনতে আর ঘুরতেও আসছেন।
২০১২ সালে শখের বসে এই জেলায় ড্রাগন চাষ শুরু করেন কেউ কেউ। আর এ বছর পুরো জেলায় ড্রাগনের চাষা হয়েছে ৯ হেক্টর জমিতে।
প্রতিটি ড্রাগন গাছ একটানা ২৫ বছর ধরে ফল দেয়। প্রতিটি গাছ থেকে বছরে ২০ থেকে ২৫ হাজার টাকার ফল ও চারা বিক্রি সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
এসবি/
আরও পড়ুন