হোটেল-মোটেল-রিসোর্টে উপচেপড়া ভিড় (ভিডিও)
প্রকাশিত : ১২:১৩, ৩১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:১৫, ৩১ ডিসেম্বর ২০২২
নতুন বছর সামনে রেখে দেশের পর্যটন এলাকাগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। আগেভাগেই বুকিং হয়ে গেছে হোটেল-মোটেল-রিসোর্ট। এতো পর্যটক একসঙ্গে ভিড় করায় আনন্দের সঙ্গে যোগ হয়েছে দুর্ভোগও।
ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় অবলোকনে পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণপ্রিয় মানুষের ভিড়। বর্ষবরণে হোটেল-মোটেলগুলোও সেজেছে নানা সাজে।
গেল বছরগুলোর মতো সৈকতে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের কড়াক[ থাকায় পর্যটক কিছুটা কম বলেও জানান হোটেল-মোটেল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ইতিমধ্যে ৭০ শতাংশ বুকিং হয়ে গেছে। যে সময় আছে তাতে পুরোটাই বুকিং হয়ে যাবে আশা করছি।
আইন শৃঙ্খলা বাহিনী জানায়, সারা দেশ থেকে লাখ লাখ লোক আসবে। সেজন্য সাদা পোষাকে পুলিশী টহলের ব্যবস্থা করা হয়েছে।
একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্য ডোবার নয়নাভিরাম দৃশ্য দেখতে পর্যটকদের পদচারনায় মুখর সাগরকন্যা কুয়াকাটা।
পর্যটকরা জানান, ২০২৩ সালকে স্বাগত জানানোর জন্যে আমরা এখানে এসেছি।
হোটেলগুলোয় কক্ষ খালি না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। আর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে প্রশাসন।
তারা জানান, পর্যটকদের সেবার জন্য জিরো পয়েন্টে একটি হেলপ ডেস্ক রাখা হয়েছে, যেখানে পর্যটকরা যে কোনো ধরনের সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন।
দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচুনিচু পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ জলধারার টানে পর্যটকদের ভিড় পাহাড়-রাণী রাঙামাটিতে।
আগতরা জানান, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আর পুরাতন বছরকে বিদায় করার জন্য আমরা এখানে এসেছি।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানেও পর্যটকরা ছুটে এসেছেন। হোটেল-মোটেলগুলোতে উপচেপড়া ভিড়।
আলুটিলা পার্ক, রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা আর মায়াবীনি লেক দর্শনে খাগড়াছড়িতেও ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু মানুষ।
পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ-গানের পরিবেশনাও।
এএইচ
আরও পড়ুন