ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর শৈশবের স্কুল চণ্ডীতলায় স্মৃতিচারণ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব স্মৃতি জড়িত বাগেরহাটের রামপাল চণ্ডীতলা মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মৃতিচারণ করা হয়েছে।

শুক্রবার সকালে থেকে বিদ্যালয়ে চত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার মধ্যে দিয়ে আয়োজনের সূচনা হয়। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ আবু সাঈদ।

এসময় বক্তব্য দেন মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হকসহ আরও অনেকে। 

বক্তারা জানান, রামপাল ইসলামাবাদ এলাকার প্রয়াত ময়েজ উদ্দিনের বাড়িতে ফুফুর সঙ্গে পানসী নৌকাযোগে বঙ্গবন্ধু শৈশবকালে এখানে একাধিকবার আসেন। চন্ডীতলার এই প্রাচীন স্কুলের মাঠে তিনি ফুটবল খেলেছেন। 

একারণে বর্তমানে এ স্কুলটি অনেক ইতিহাস ও গুরুত্ব বহন করছে বলে জানান বক্তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি