ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দর্শনীয় স্থান মৌলভীবাজারের ‘পাখি বাড়ি’ (ভিডিও)

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার

প্রকাশিত : ১৫:৫০, ৩১ ডিসেম্বর ২০২২

মানুষের লোভে যখন হারিয়ে যেতে বসেছে অনেক প্রজাতির পাখি, তখন সেই মানুষের বাড়িকেই অভয়াশ্রম করে টিকে থাকার লড়াই করছে তারা। 

শান্ত-সুনিবিড় মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের প্রয়াত সুন্দর আলীর বাড়িটি এখন পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। বাড়ির চারপাশ ঘিরে থাকা গাছগাছালিতে তাদের শান্তির নীড়। গাছে ডালে ডালে পাখির বাসায় ডিম ফুটে বের হচ্ছে ছানা।

সুন্দর আলীর দুই ছেলে শামীম ও জয়নাল থাকেন লন্ডনে। বিশাল বাড়িতে বসবাস শুধু প্রয়াত সুন্দর আলীর স্ত্রীর। যেন অনেকটা তার একাতীত্মের সংগী হতে এবং নিরিবিলি বসবাস করতেই তার বাড়ির ঠিকানা করেছে বক, পানকৌড়ি, সরালী, বাবুইসহ নানা জাতের পাখি। 

বাড়িটির পাশেই করাঙ্গীর বিল, মনু নদী ও বিস্তৃর্ণ ফসলের মাঠ। ফলে পাখিদের জন্য পর্যাপ্ত খাবারের যোগানও রয়েছে।

সুন্দর আলীর বাড়িটি এলাকায় পাখি বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে; প্রতিদিন সেখানে পাখি দেখতে জড়ো হয় অনেক মানুষ।

এক সময় বর্ষিজোড়া গ্রামের নৃপেন্দ্র বৈদ্য ও চাম্পা বৈদ্যের বাড়ি ছিল পাখিদের নিরাপদ আশ্রয়। কিন্তু পাখি শিকারিদের কারণে তারা স্থান পরিবর্তন করে চলে সুন্দর আলীর বাড়িতে। 

বর্তমানে সুন্দর আলীর পাখি বাড়ির দিকে নজরদারী রয়েছে বন বিভাগের।

মানুষের বেঁচে থাকার জন্য চাই প্রকৃতি আর পাখি প্রকৃতিরই অংশ। তাই সুন্দর আলীর বাড়ির মতো এমন অভয়াশ্রম গড়ে তোলার পরামর্শ প্রকৃতিপ্রেমীদের। 

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি