ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

এস আলম গ্রুপের সহায়তায় শিক্ষা ও মানবিক কমপ্লেক্স উদ্বোধন

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১২:২৯, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের কর্ণদ্বার আলহাজ্ব সাইফুল আলম মাসুদের সহায়তায় বায়তুশ শরফ শিক্ষা ও মানবিক কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী। 

এতে স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের মহাসচিব, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া। 

আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, মেয়র আয়ুব বাবুল, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম ও আহমদ কবীর।

বক্তারা বলেন, দেশের সনামধন্য শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঐকান্তিক চেষ্টায় ১০ কোটি টাকা ব্যয় বায়তুশ শরফ মাদ্রাসা ভবনটি উদ্বোধন করা হলো। 

দীর্ঘদিন বেকারত্ব দূরীকরণের পাশাপাশি এলাকার অসহায় মানুষের জন্য কাজ করছে এস আলম গ্রুপ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি