ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাদারীপুরে প্রথমে বই পেল ৫২ শতাংশ শিক্ষার্থী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ১ জানুয়ারি ২০২৩

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বই উৎসব। এ দিন ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। 

রোববার সকাল ৯টায় মাদারীপুর পৌর সংলগ্ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় নতুন বই হাতে নিয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়েদুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনদ্দিন, সাবেক পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহানারা বেগম। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এবার মাদারীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেীণ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থীর জন্যে ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি বই ৯৭৯টি বিদ্যালয়ে তুলে দেওয়া হবে। কিন্তু আপতত ৫২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থীকে বই দেয়া হবে। আগামী সপ্তাহে বাকি বই বিতরণ করা হবে। তবে সব শিক্ষার্থী বই পাবেন।

বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি