আদিবাসী সংস্কৃতির ধারক ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি
প্রকাশিত : ১৯:১৫, ১ জানুয়ারি ২০২৩
শত শত বছর ধরে বাঙালিদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠির বসবাস নেত্রকোণার পাহাড় ও সমতল ভূমিতে। এসব জনগোষ্ঠীর মধ্যে রয়েছে গারো, হাজং, কোচ, বানাই, ডালু, মান্দাই ইত্যাদি। এসব নৃ-গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি।
নানা কারণে হারিয়ে যেতে বসা এখানকার উপজাতীয় ঐতিহ্য রক্ষায় চার দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরিতে প্রতিষ্ঠিত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি।
তিন দশমিক ২১ (দুই-এক) একর জমির ওপর প্রতিষ্ঠিত একাডেমিতে চারটি শাখা রয়েছে, এগুলো হলো- সংস্কৃতি, গবেষণা, লাইব্রেরি ও জাদুঘর। স্বায়ত্বশাসিত এই প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।
গারোদের প্রধান উৎসব ওয়ানগালা, হাজংদের দেওলীসহ বিভিন্ন উৎসবের সময় নানা আয়োজনে মুখর থাকে প্রতিষ্ঠানটি।
সংস্কৃতিক চর্চার পাশাপাশি একাডেমিতে উপজাতীয়দের ভাষা ও বাংলা ভাষারও চর্চা হচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি চর্চার মাধ্যমে তা ধরে রাখার নিরন্তর চেষ্টা করছে এই প্রতিষ্ঠান।
এসব জনগোষ্ঠীর শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন পরিকল্পনা রয়েছে জানিয়ে একাডেমির পরিচালক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এএইচএস
আরও পড়ুন