কোমলমতি শিশুদের নিয়ে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত : ১০:১৪, ২ জানুয়ারি ২০২৩
বছরের প্রথমদিনে কোমলমতি শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেছেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার পাশাপাশি কোমলমতি শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘জাতীয় পতাকা বিতরণ উৎসব’ করেন তিনি।
নতুন বইয়ের পাশাপাশি একটি করে জাতীয় পতাকা পেয়ে খুশি শিশুরাও। ৫০০ শতাধিক শিশুর আনন্দের যেন শেষ ছিলনা। রোববার নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ আয়োজন করা হয়।
বর্ণিল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকী, খান তবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমানসহ অনেকে।
ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করেন বিভিন্ন পেশার মানুষসহ অতিথিরা।
পাশাপাশি কোমলমতি শিশুরাও পতাকার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এএইচ
আরও পড়ুন