ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৩

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:৪০, ৩ জানুয়ারি ২০২৩

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কিবরিয়া খান (২৪), তার স্ত্রী হালিমা আক্তার লিজা (২৩) ও কিবরিয়ার মা মাসুমা বেগম মনি (৪৫) সহ ৩ জনকে আটক করেছে।

গত সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার উত্তর সীমান্তবর্তী বেজগান ঝিলগাছ তলা মোড় থেকে মাদকের চালানসহ আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী কিবরীয়া পিরোজপুর জেলার কাউখালি উপজেলার সাহাপুরা গ্রামের সাবেক মেম্বার মাসুদ খানের ছেলে ও হালিমা লিজা ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মৃত ইমান আলীর মেয়ে। দীর্ঘদিন ধরে কিবরিয়া খান মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, নবাগত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুলের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে ঝালকাঠি জেলাজুড়ে ডিবি পুলিশ একাধিক টিম ব্যাপক অভিযান চালাচ্ছে। সেই অভিযানের ধারাবাহিকতায় ডিবির সাব ইন্সপেক্টর এইচএমএ বাশারের নেতৃত্বে একটি মাদক উদ্ধারে বিভিন্ন স্থানে হানা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে তারা সদরের উপজেলার সীমান্তবর্তী বেজগান ঝিলগাছ তলা মোড়ে অবস্থান নেয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ী কিবরিয়া খান, তার স্ত্রী হালিমা ও মা মাসুমাকে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে পথরোধ করে তাদের দেহ তল্লাশী চালিয়ে গাজা উদ্ধার করে।    

এ ব্যাপারে ডিবির ওসি মো. মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসা র্নিমূলের লক্ষে ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গাজাসহ আটক ৩ জনের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর এইচএমএ বাশার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২) দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি