ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮ কেজি গাঁজা ও লক্ষাধিক টাকাসহ মাদককারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ কেজি গাঁজা ১ লাখ বিশ হাজার টাকাসহ কামাল হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোররাতে উপজেলা শিবপুর ইউনিয়নের বাঘাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক কারবারি কামাল বাঘাউড়া এলাকায় মৃত আক্তার হোসেনের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তারা বসতঘরে তল্লাশি চালিয়ে  ৮ কেজি গাঁজা ও ১ লাখ বিশ হাজার  টাকা উদ্ধার করা হয়। 

আসামির বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি