ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

গাজীপুরে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৩, ৪ জানুয়ারি ২০২৩

গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

বুধবার (৪ জানুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

সামরিক হাসপাতাল, ঢাকা এর মেডিসিন, চক্ষু এবং দন্ত ও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণকে যথাযথ সম্মানের মাধ্যমে মেডিকেল সহায়তা প্রদান করা হয়।

এছাড়া এলাকার সাধারণ জনতার মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সেনা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি