ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপহৃত স্কুলছাত্রীসহ যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গা থেকে কালীগঞ্জ এলাকার অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ হৃদয় চকিদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার ভোররাতে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার গ্রাম হতে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে অভিযুক্ত হৃদয় চকিদারকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হৃদয় চকিদার শরিয়তপুর জেলার জাজিয়া উপজেলার কিনাউল্লাহ মাদবরকান্দি গ্রামের মৃত লালমিয়া চৌকিদারের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১ জানুয়ারি সকাল ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার জনৈক স্বপন চন্দ্র দাসের দশম শ্রেণীর পড়ুয়া মেয়ে অপহৃত হয়। 

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় হৃদয়সহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। 

তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩’র সহায়তায় র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বুধবার ভোররাতে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার গ্রাম হতে অপহৃতকে উদ্ধারসহ যুবক হৃদয় চকিদারকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, ভিকটিমসহ গ্রেপ্তারকৃত হৃদয়কে পরবর্তীতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি