ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আনসার-ভিডিপির ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৮, ৫ জানুয়ারি ২০২৩

গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিন বৃহস্পতিবার সকালে সফিপুরে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালকবৃন্দ, একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালক, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

পরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

মহাপরিচালক তাঁর বক্তব্যে ৪৩তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠান উপলক্ষে বাহিনীর সদস্যদের বানানো কারুপণ্য ও কুটির শিল্পের মেলা আয়োজন করা হয়।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুচকাওয়াজ উপলক্ষ্যে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি