ময়মনসিংহে জনপ্রিয় হচ্ছে বিদেশি ফলের চাষ (ভিডিও)
প্রকাশিত : ১৫:১৮, ৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:১৯, ৫ জানুয়ারি ২০২৩
ময়মনসিংহে ছাদ কিংবা বাগানে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফলের চাষ। ফলন ভালো হওয়ায় এসব ফল চাষে আগ্রহী হচ্ছেন বাগান ও নার্সারি মালিকরা।
ময়মনসিংহে বিভিন্ন বাগানে বিদেশি জাতের মাল্টা, আম, লংগান, রামবুটান, মিশরীয় ডুমুর, কমলা, লাল কাঁঠাল, ড্রাগনসহ প্রায় অর্ধশত ফলের চাষ হচ্ছে। বাণিজ্যিকভাবে না হলেও এসব ফল নগরীর ভবনের ছাদ কিংবা বাগানে চাষ হচ্ছে।
নার্সারি মালিকরা বলছেন, দেশি জাতের চেয়ে বিদেশি ফলের চারা বেচাবিক্রি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।
তবে বিভাগীয় নার্সারী মালিক সমিতি জানিয়েছে, চারার দাম বেশি হওয়ায় শহরের ছাদবাগানে চাষ হলেও বড় পরিসরে বাগানে চাষ করতে পারছে না অনেকেই।
বিদেশি ফলের চাষ বাড়াতে চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন