ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধার করেছে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ইকরতলী, কাশেমপুর, কাশিনগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এই সব মাদকদ্রব্য ও চোরাচলান মালামাল উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২২,৮০০ কেজি গাঁজা, ৪৪৪ বোতল ইস্কফ, ২৩৫ কেজি ভারতীয় জিরা এবং ৩৯০টি ভারতীয় পার্ক চকলেট।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়নের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল ব্রাক্ষণবাড়িয়া কাষ্টমসে জমা দেয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি