ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভালুকায় সৃষ্টি শিল্পকলা একাডেমীর দুই যুগ পূর্তি উৎসব

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:১৩, ৫ জানুয়ারি ২০২৩

কেক কাটা, আলোচনা সভা, দিনব্যাপী গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় সৃষ্টি শিল্পকলা একাডেমীর ২ যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে।

বুুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় সৃষ্টি শিল্পকলা একাডেমীতে আয়োজিত বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সমাজ সেবক এবং ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীন, এন আর বি সি ব্যাংকের ব্যবস্থাপক হাফিজুর রহমান খান, ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি উসমান গণি তুহীনসহ জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও সৃষ্টি শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা এসএম জাহাঙ্গীর আলম, অনুষ্ঠান পচিালনা করেন সৃষ্টি শিল্পকলা একাডেমীর সহ নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ শামীম।

আলোচনাসভা শেষে ও কেককাটা এবং মনমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে একাডেমীর শিল্পীবৃন্দ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি