ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাগলনাইয়ার কাশীপুরে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০২, ৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:০৪, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ফেনী জেলার ছাগলনাইয়া থানার কাশীপুর গ্রামে দৃষ্টিনন্দন স্থপত্যশৈলীতে নবনির্মিত কাশিপুর জামে মসজিদ ও ফোরকানিয়া নুরানি মক্তব এর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজের মধ্যে দিয়ে দৃষ্টিনন্দন নবনির্মিত মসজিদটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

বিশিষ্ট শিল্পপতি শাহাজাহান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। 

প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী চমৎকার এমন একটি দৃষ্টিনন্দন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করায় ধন্যবাদ জানান।

এ সময় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, শিক্ষানুরাগী নুরুল্ল্যাহ খান বাচ্চু, সুরুজ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি