ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে যুবক নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাটাবাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে শরিফুল আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল কাটাবাড়ি গ্রামের বাসিন্দা এবং নালিতাবাড়ির নয়াবিল ইউনিয়ন পরিষদ ওয়ার্ড মেম্বার আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বন্যহাতির দল নালিতাবাড়ির সীমান্তে অবস্থান করে আসছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে যায় শরিফুল। এসময় অসাবধানবশতঃ হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে শুর দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে।

পরে মৃত অবস্থায় তার বন্ধুরা তাকেউদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

খবর পেয়ে নালিতাবুড়ি উপজেলা চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল মিথিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাটাবাড়ি পাহারের টিলায় অবস্থান নেওয়া হাতির দলটি শরিফুল তার সাথীদের নিয়ে দেখতে গেলে এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি