ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণ জানতে গিয়ে স্বামী নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮, ৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:২৩, ৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মাগুরায় মাছ ধরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণ জানতে গিয়ে মাসুদ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশী যুবক। 

শনিবার রাতে শ্রীপুরের কুশা ইছাপুর গ্রামে হত্যার ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের কাসেদ আলীর পুত্র।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জব্বারুল ইসলাম জানান, শ্রীপুরের কুশা ইছাপুর গ্রামের জিকে প্রকল্প খালে মাছ ধরাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটে। শনিবার বিকালে মাসুদ শেখের স্ত্রী বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। সেখানে প্রতিবেশী ইয়াসিনও মাছ ধরছিলেন। এক পর্যায়ে ঐ যুবকের সঙ্গে মাসুদের স্ত্রীর ঝগড়া হয়। 

সন্ধ্যায় মাসুদ বাড়িতে আসলে ইয়াসিনের সঙ্গে ঝগড়ার বিষয়টি জানায় স্ত্রী। ওই রাতে প্রতিবেশি ইয়াসিনের বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণ জানতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় মাসুদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত মাসুদ শেখ ইঞ্জিন চালিত বালু টানা ট্রলির ড্রাইভার। 

ইয়াসিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি