ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় দুই বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৫১, ৮ জানুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে বিদেশি দুটি জাহাজ।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কোরিয়া পতাকাবাহী ‘এমভি স্টার টাইসি’ জাহাজ বঙ্গবন্ধু রেলেওয়ে সেতুর ৪৪০ দশমিক ৬৮৭ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। 

এর আগে শুক্রবার আরেক মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে ক্যামেরুন পতাকাবাহী ‘এমভি লাহতা’ জাহাজ। এ জাহাজটিতে ৯৫২ দশমিক ৭৩ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

এমভি লাহতা জাহাজের শিপিং এজেন্ট স্বদেশ শিপিংয়ের ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম বলেন, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে শুক্রবার দুপুরে জাহাটি ভেড়ার পর পণ্য খালাস শুরু হয়। রাশিয়ার সেন্টপিটার্সবাগ বন্দর থেকে এই পণ্য আসে। পণ্যই খালাস করার পর এখন তা সড়ক পথে রূপপুরে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার দক্ষিণ কোরিয়ার মাসাল বন্দর থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য আনা মেশিনারি পণ্যও খালাস কাজ শুরু হয়েছে বলে জানান শিপিং এজেন্ট ক্রাউন শিপিং এজেন্টের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। ২৪ ঘন্টার মধ্যে এসব পণ্য খালাস করে সেগুলোও সড়ক পথে যমুনা নদীর পাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর কাছে পৌঁছানো হবে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘সরকারের বড় বড় মেগা প্রকল্পের মেশিনারি পণ্য এখন মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। এ বন্দরটি আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত পণ্য খালাস করায় ব্যবসায়ীরা আগ্রহী হয়ে ওঠেছেন। 

মোংলা বন্দরের গুরুত্ব বেড়েছে উল্লেখ করে বন্দরের চেয়ারম্যান আরও বলেন, এখানে ব্যবসা বণিজ্যের প্রসার যেমন বেড়েছে তেমনি অর্থনৈতিকভাবেও ব্যাপক পরিবর্তন ঘটেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি