ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ৬ হাজার অসহায় মানুষ পেল মেয়রের কম্বল 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ৮ জানুয়ারি ২০২৩

লক্ষ্মীপুর পৌরসভার প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার অসহায় মানুষ পেয়েছেন শীতের কম্বল। 

রোববার সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া নিজ বাসভবন সংলগ্ন মাঠে কম্বল বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে ১৫টি ওয়ার্ডে ৫টি স্থানে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আলাউদ্দিন, ওয়ার্ড কাউন্সিল আবুল খায়ের স্বপন, উত্তম কুমার দত্ত, মো. আল আমিন, জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, তাফাজ্জল হোসেন ভূঁইয়া, মিঠু ভূঁইয়া প্রমুখ।

মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া জানান, দীর্ঘদিন থেকে তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। এ শীতে পৌর এলাকায় অনেকে অসহায় জীবন যাপন করছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ৬ হাজার বাসিন্দাদের মাঝে একযোগে কম্বল বিতরণ করা হচ্ছে।  

পরবর্তীতে আরও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বর বিতরণ করা হবে বলে জানান মেয়র।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি