ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুলতান মেলায় লাঠিখেলার উৎসবে হাজারো মানুষ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নড়াইলের সুলতান মেলায় হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐহিত্যবাহী লাঠিখেলা। 

রোববার (৮ জানুয়ারি) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ ঘোষ, আব্দুর রশিদ মন্নু, তরিকুল ইসলাম শান্তসহ অনেকে। 

মোয় তৈলাক্ত কলাগাছে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ গ্রামবাংলার ঐহিত্যবাহী এ খেলা উপভোগ করেন।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে গত শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ। করোনার কারণে দুই বছর পর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

১৪ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২০ জানুয়ারি।

এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল বসেছে। চিত্রপ্রদর্শনীতে শিশুশিল্পীসহ দেশি-বিদেশি দেড় শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। 

এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ১৪ দিনব্যাপী মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের উপর আলোচনা, লাঠিখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধূলা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। 

২০ জানুয়ারি সমাপনী দিনে দেশবরেণ্য একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণ পদক’ দেয়া হবে। 

একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। শোকাবহ আগস্ট এবং বর্ষার প্রভাব থাকায় প্রতিবছর শীত মওসুমে সুলতান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি