ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৩, ১০ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে জুয়েল (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইমন (২৩)। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা পাঁচ বছর আগে মারা যায়। মা বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে ভিকটিম ও তার এক প্রতিবন্ধী বোনসহ তাদের ঘরে বসবাস করে আসছে। তার প্রতিবন্ধী বোন অসুস্থতার কারণে খালার বাড়ি চলে আসেন। এই সুযোগে আসামি জুয়েল গত ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাতে কৌশলে বসত ঘরে ঢুকে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে।

গত ৮ জানুয়ারি রাতে প্রধান আসামি জুয়েলের সহযোগিতায় ইমন কিশোরীকে মুঠোফোনে কল দিয়ে দরজা খুলতে বলে। ভিকটিম ভয়ে দরজা খুললে তাকে মুখ চেপে ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভিকটিম গ্রাম পুলিশকে জানায়। ভিকটিমের নিকটতম কোন আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
  
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসক) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানায়, ভিকটিমের মেডিকেল  টেস্ট সম্পন্ন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি