ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে যুবলীগ নেতা দেবাশীষ রায়ের শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোরের বেজপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন জেলা যুবলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়। 

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষকে সোয়েটার প্রদান করেন দেবাশীষ রায়। 

বক্তৃতায় দেবাশীষ রায় বলেন, বিএনপি-জামাত জোট যখন আবারো অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্রে বিভোর যুবলীগ তখন মানবতার মশাল হাতে মানুষের পাশে দাঁড়িয়েছে। সাধরণ মানুষের ওপর অন্যায় হলে যুবলীগ চুপ করে বসে থাকবে না বলেও মন্তব্য করেন দেবাশীষ রায়।  

শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম তিব্বত, শাহিনুর রহমান শোভন, অনিন্দ্য, সাদমান সৌমিক দ্বীপসহ যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি