ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে বাক-প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ১১ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাক-প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ কম্বল বিতারণ করা হয়।

জাতীয় বধির সংস্থার সভাপতি শাহাদাৎ হোসেন হারু চৌধুরীর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 

এছাড়া সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ও মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার উপস্থিত ছিলেন। 

এসময় ৫০ জন বাক-প্রতিবন্ধীকে কম্বল দেয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি