ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোণার দুর্গাপুরে পৌর মেয়র পদে উপনির্বাচনে ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) বিকেলের মধ্যেই নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে যায়। উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র মাওলানা আব্দুস ছালাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা)।

দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, নয়টি কেন্দ্রের ৭৬টি বুথে ২০ হাজার ৭৮১ জন ভোটার ভোট দেবেন। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৭১৫ জন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য, র‌্যাব এবং বিজিবির টহল রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।”

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর মেয়র আলা উদ্দিন আলালের অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি